kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনাবলির ওপর এমসিকিউ

২৮ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেসাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনাবলির ওপর এমসিকিউ

১।        এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রান কার?

            (ক) সাকিব আল হাসান

(খ) লিটন দাশ  (গ) তামিম ইকবাল  (ঘ) মুশফিকুর রহিম

২।        দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা’ কবে উদ্বোধন করা হয়?

            (ক) ১০ মার্চ ২০২০

            (খ) ১১ মার্চ ২০২০ 

            (গ) ১২ মার্চ ২০২০

            (ঘ) ১২ জানুয়ারি ২০২০

৩।        রাশিয়ার সংবিধানের নতুন সংশোধনী অনুসারে কত সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারবেন?

            (ক) ২০২২ সাল   (খ) ২০২৫ সাল   (গ) ২০৩০ সাল   (ঘ) ২০৩৬ সাল

৪।        ৪৬তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

            (ক) পাকিস্তান    (খ) জাপান

            (গ)  যুক্তরাষ্ট্র       (ঘ) ইরান

৫।  সম্প্রতি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক প্রকাশিত বিশ্ব সুখী দেশের তালিকায় সবচেয়ে সুখী দেশ কোনটি?

            (ক) সুইজারল্যান্ড

            (খ) ফিনল্যান্ড 

            (গ) অস্ট্রিয়া       

            (ঘ) জাপান

৬।        জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক প্রকাশিত বিশ্ব সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

            (ক) ২৬তম         (খ) ৩৫তম 

            (গ) ৫৭তম         (ঘ) ১০৭তম

৭। দেশের প্রথম ওয়াই-ফাই সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে কোন জেলা?

            (ক) খুলনা           (খ) সিলেট 

            (গ) চট্টগ্রাম         (ঘ) গাজীপুর

৮।        বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় কবে?

            (ক) ৮ মার্চ          (খ) ১৩ মার্চ          (গ) ১৬ মার্চ      (ঘ) ১৮ মার্চ

৯।        যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে প্রয়োগকৃত করোনাভাইরাসের ভ্যাকসিনের নাম—

            (ক) NCHR-19

            (খ) NRM-342 

            (গ) MRNA-1273 

            (ঘ) MRAN-3274

১০। বাংলাদেশের উচ্চ আদালত ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে রায় দেন কবে?

            (ক) ৭ মার্চ ২০২০

            (খ) ১০ মার্চ ২০২০ 

            (গ) ১৭ মার্চ ২০২০  

            (ঘ) ১৫ই আগস্ট ২০১৮

১১। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাতবার ‘শান্তি পদক’ পাওয়া বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডার কে?

            (ক) শামসুন্নাহার 

            (খ) ফাতেমা রাবাবা  

            (গ) লুত্ফুন্নাহার  

            (ঘ) ইয়াসমিন

১২। ‘করোনা’ শব্দের অর্থ কী?

            (ক) আতঙ্ক          (খ) কৌশল   

            (গ)  নিষেধাজ্ঞা    (ঘ) পুষ্পমুকুট

১৩।      ‘করোনা’ কোন ভাষার শব্দ?

            (ক) মান্দারিন      (খ) লাতিন

            (গ) ফারসি          (ঘ) ইংরেজি

১৪। বিশ্বে প্রথম কবে করোনাভাইরাস আবিষ্কার করা হয়?

            (ক) ২০১৯ সালে 

            (খ) ১৯৬০ সালে 

            (গ) ১৯০৫ সালে 

            (ঘ) ২০২০ সালে

১৫। ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

            (ক) জাপান         (খ) যুক্তরাষ্ট্র  

            (গ) রুয়ান্ডা        (ঘ) অস্ট্রেলিয়া

১৬।      ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (ঈঙচ-২৬) কোথায় অনুষ্ঠিত হবে?

            (ক)  স্কটল্যান্ড   (খ) নেদারল্যান্ডস   (গ) কানাডা        (ঘ) যুক্তরাষ্ট্র

১৭।      বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয় কবে?

            (ক) ২ মার্চ          (খ) ৫ মার্চ  

            (গ) ৮ মার্চ          (ঘ) ২৮ ফেব্রুয়ারি

১৮। ১৫তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

            (ক) কানাডা        (খ) সৌদি আরব  (গ) জাপান          (ঘ) যুক্তরাজ্য

১৯।      ৩৬তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

            (ক) মালয়েশিয়া   (খ) রাশিয়া     (গ) জাপান (ঘ) ভিয়েতনাম

২০।      ২০২০ সালে ১২তম ইজওঈঝ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

            (ক) রাশিয়া         (খ) সৌদি আরব    (গ) অস্ট্রিয়া       (ঘ) যুক্তরাজ্য

২১। যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে কবে বের হয়ে যাবে?

            (ক) ৪ এপ্রিল ২০২০        

            (খ) ১২ জুন ২০২১   

            (গ) ১৫ অক্টোবর ২০২২ 

            (ঘ) ৪ নভেম্বর ২০২০

২২।      বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষ সমাবর্তনে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে কবে?

            (ক) ৬ এপ্রিল ২০২০

            (খ) ১৫ই আগস্ট ২০২০

            (গ) ৫ সেপ্টেম্বর ২০২০  

            (ঘ) ২০ অক্টোবর ২০২০

২৩। যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে?

            (ক) ২৯ ফেব্রুয়ারি ২০২০  

            (খ) ২ মার্চ ২০২০ 

            (গ) ৬ জানুয়ারি ২০২০  

            (ঘ) ১৫ ডিসেম্বর ২০১৯

২৪।      বাংলাদেশে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে কবে?

            (ক) ১৭ ফেব্রুয়ারি

            (খ) পহেলা মার্চ 

            (গ) ১৭ মাচ       

            (ঘ) ২০ মার্চ

২৫। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কার করা নতুন প্রজাতির ব্যাঙের নাম কী?

            (ক) Roarchetra billing

            (খ) Raorchestes razakhani 

            (গ) Razkhany Rochetra

            (ঘ) Roaschestes rajakhani

২৬। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ল্যানসেট কমিশনের প্রতিবেদনে শিশুর বিকাশে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

            (ক) ৫৭তম         (খ) ৬২তম   

            (গ) ৯৯তম         (ঘ) ১৪৩তম

২৭। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

            (ক) মাহাথির মোহাম্মদ  

            (খ) আনোয়ার ইব্রাহিম   

            (গ) মুহিউদ্দিন ইয়াসিন 

            (ঘ) ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল

২৮। মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক কত বছর বয়সে মারা গেলেন?

            (ক) ৬২ বছর    (গ) ৮৩ বছর    (গ) ৯৪ বছর     (ঘ) ৯১ বছর

২৯। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত চালানোর পক্ষে রায় দিয়েছে?

            (ক) ৪ মার্চ ২০২০ 

            (খ) ৫ মার্চ ২০২০  

            (গ) ১৭ ডিসেম্বর ২০১৯   

            (ঘ) ২১ জানুয়ারি ২০২০

৩০। দুই মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করা পেরুর রাজনীতিবিদ জেভিয়ার প্যারেজ দ্য কুয়েলার মারা যান—

            (ক) ১ জানুয়ারি ২০২০ 

            (খ) ৪ মার্চ ২০২০  

            (গ) ২১ মার্চ ২০২০ 

            (ঘ) ১২ ডিসেম্বর ২০১৯

৩১। বিশ্বে পলিথিন ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম?

            (ক) পঞ্চম           (খ) সপ্তম   

            (গ) ১০তম         (ঘ) ১৫তম

৩২। বিশ্বে পলিথিন ব্যবহারে শীর্ষস্থানীয় দেশ কোনটি?

            (ক) ভারত          (খ) পাকিস্তান  

            (গ) যুক্তরাষ্ট্র        (ঘ) চীন

৩৩। রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা ব্রিটেন প্রত্যাহার করেছে কবে?

            (ক) ৫ মাচ          (খ) ১০ মার্চ  

            (গ) ১২ মার্চ        (ঘ) ২৫ ফেব্রুয়ারি

৩৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশের ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবিসংবলিত একটি বিশেষ ডাকচিহ্ন প্রকাশ করেছে?

            (ক) ভারত          (খ) যুক্তরাষ্ট্র 

            (গ) কানাডা         (ঘ) ভিয়েতনাম

৩৫। কোন দেশে একই দিনে দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন?

            (ক) পেরু           

            (খ) অস্ট্রিয়া  

            (গ) আফগানিস্তান

            (ঘ) উগান্ডা

উত্তর মিলিয়ে নিন

১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ক  ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫. গ।

মন্তব্য