kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

এককথায় উত্তর

মাধ্যমিক স্তরের পাঠ্য বই থেকে চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাধারণ জ্ঞানমূলক বেশ কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হলো—

২১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএককথায় উত্তর

মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪০ ফারেনহাইট

বিজ্ঞান

১। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কী?

—ক্রনোমিটার।

২। দুধে থাকে—

—ল্যাকটিক এসিড।

৩। মানবদেহে মেরুদণ্ডের অস্থি কয়টি?

—২৬টি।

৪। দর্শনের অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় কোন স্নায়ুর কারণে?

—অপটিক।

৫। থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?

— থাইমোক্সিন।

৬। ইউরিয়া সারে শতকরা কত অংশ নাইট্রোজেন থাকে?

— ৪৬ শতাংশ।

৭। বায়োগ্যাসের প্রধান কাঁচামাল কী?

—গোবর ও পানি।

৮। পানির সংকেত কী?

—H2O

৯। পর্যায় সারণিতে পর্যায় কয়টি?

—৭টি।

১০। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

—২।

১১। সবচেয়ে মূল্যবান ধাতু-

—প্লাটিনাম।

১২। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোনটি থাকে?

—বিষাক্ত কার্বন মনো-অক্সাইড।

১৩। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

—১২।

১৪। মানবদেহে ক্ষুদ্রতম অস্থির নাম কী?

—স্টেপিস।

১৫। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কী?

—রেটিনা।

১৬। অণুচক্রিকার গড় আয়ু কত দিন?

—৫-১০ দিন।

১৭। ভিটামিন সির আরেক নাম কী?

—অ্যাসকরবিক এসিড।

১৮। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

— ৯৮.৪০ ফারেনহাইট।

১৯। কোন শাকে লৌহের পরিমাণ বেশি?

— কচুশাকে।

২০। কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?

— গ্লুকাগন।

জুবায়ের আহম্মেদ

মন্তব্য