kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

ওয়েবে চাকরি

২১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়েবে চাকরি

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদ : সেলস এক্সিকিউটিভ ৮০ জন। যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক/এইচএসসি। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ১৮ থেকে ৩০ বছর। কর্মস্থল : দেশের যেকোনো জেলায় হতে পারে। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম : www.bdjobs.com

থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : 

২৫ মার্চ ২০২০।

ওয়েব : www.bengalgroup.com

 

► এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদ : সেলস অফিসার। যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩২ বছর। কর্মস্থল : দেশের যেকোনো জেলায় হতে পারে। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম :www.bdjobs.com

থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : ২৬ মার্চ ২০২০।

ওয়েব : www.smc-bd.org

আব্দুন নুর নাহিদ         

মন্তব্য