kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

ওয়েব রিভিউ

গাছপালায় জ্ঞান বাড়াতে

১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগাছপালায় জ্ঞান বাড়াতে

সাইটটির ঠিকানা www.saps.org.uk। গতানুগতিক ধাঁচের চ্যাপ্টার ধরে ধরে পড়ানোর মতো সাইট নয়। মূলত যারা উদ্ভিদবিজ্ঞান নিয়ে একটু গভীরতর গবেষণা করতে চাও, সাইটটা তাদের উপকারে আসবে ঢের। এতে সাধারণ কোনো ক্যাটাগরি পাবে না। মেন্যুতে আছে প্রাইমারি, সেকেন্ডারি স্টুডেন্ট, লাইব্রেরি—এসব ভাগ। প্রতিটিতে আছে টিচিং রিসোর্স, টিপস, ছবি, অন্য লিংক ইত্যাদি। স্টুডেন্টস মেন্যুতে ক্লিক করে ইনটু বায়োলজি ছবিতে ক্লিক দিলে খুলবে http://intobiology.org.uk। এখানেও আলাদা আলাদা করে জীববিজ্ঞানের কয়েকটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাইমারি মেন্যুতে গাছপালা নিয়ে পড়ার মতো বেশ কিছু জিনিসপত্র পাবে। ছোট ছোট বুকলেট রাখা হয়েছে এ অংশে। ডানের ডাউনলোড রিসোর্সেস অংশ থেকে বুকলেটগুলো ডাউনলোড করে নিতে হবে তোমাকে। বুকলেটে প্রথমেই পাবে গ্রুপিং ও ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা। গাছপালার শ্রেণিবিন্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছের খাদ্য, পুষ্টি, জীবনচক্র, গাছের বিভিন্ন অংশের কাজকর্ম—এসব আছে এ মেন্যুর অধীনে। প্লাস্টিক ব্যাগে কী করে বীজ অঙ্কুরিত করতে হয়, তা-ও দেখানো হয়েছে ধাপে ধাপে। আবার গাছের শেকড় কী করে নানা বাধা পার হয়ে নিজের পথ খুঁজে নেয়, তা নিয়েও পাবে মজার আলোচনা। বিভিন্ন লতাগুল্ম চেনার ব্যবস্থাও আছে। তবে এর জন্য ধৈর্য ধরে অনেকগুলো ক্লিক করে যেতে হবে। তবে যাদের শুধু নানা ধরনের লতাপাতা চেনার আগ্রহ বেশি, তারা সরাসরি ঢু মারতে পারো সাইটটির এই পাতায়— http://www.saps.org.uk/trees|

মন্তব্য