kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

কাছে রাখুন জরুরি নম্বর

করোনার এই সময়ে হাতের কাছেই রাখুন জরুরি কিছু নম্বর। যাতে প্রয়োজনের মুহূর্তে ফোন করতে পারেন সঠিক জায়গায়। জানাচ্ছেন নাবীল অনুসূর্য

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেকাছে রাখুন জরুরি নম্বর

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য তিনটি হটলাইন নম্বর দেওয়া আছে—

আইইডিসিআর: ১০৬৫৫

স্বাস্থ্য অধিদপ্তর: ১৬২৬৩

স্বাস্থ্য বাতায়ন: ৩৩৩।

এ ছাড়া আইইডিসিআরের আরেকটি হটলাইন নম্বর রয়েছে—০১৯৪৪৩৩৩২২২। এই নম্বরগুলোতে ফোন করে ঘরে বসে করোনাভাইরাস ও সর্দি-কাশি-জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। তবে কভিড-১৯ মহামারির কারণে নম্বর দুটিতে অনেক বেশি ফোন আসছে। ফলে অনেকেই নম্বরগুলো ব্যস্ত পাচ্ছে। তাই স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বাতায়নের হটলাইনের সঙ্গে সমন্বয় করে ‘উবার ডাক্তার’ নামে নতুন একটি সেবা চালু করা হয়েছে। কেউ এ দুটির কোনো নম্বরে ফোন করলে যদি নম্বরটি ব্যস্ত থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে কলটি এই সেবার আওতায় চলে আসবে। এরই মধ্যে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবী ডাক্তার এতে যুক্ত হয়েছেন।

শুরুতে শুধু ঢাকার উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতালে কভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল। ক্রমান্বয়ে হাসপাতালের সংখ্যা আরো বাড়ানো হয়েছে। নিচে তেমন কিছু হাসপাতালের যোগাযোগের নম্বর দেওয়া হলো।

কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতাল, উত্তরা: ০১৯৯৯৯৫৬২৯০।

বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল,

কমলাপুর : ০২-৫৫০০৭৪২০

মহানগর জেনারেল হাসপাতাল,  নয়াবাজার : ০২-৫৭৩৯০৮৬০, ০২-৭৩৯০০৬৬

মেটার্নিটি হাসপাতাল, মিরপুর : ০২-৯০০২০১২

কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল : ০১৭২৬৩২১১৮৯

আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল : ০১৭০০০০০০০০, ০১৭১২২৯০১০০

সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল, যাত্রাবাড়ী : ০১৭৭৭৭৭১৬২৫

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল : ০১৮১৯২২০১৮০

পাশাপাশি যেসব হাসপাতালে কভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে, সেগুলোর নাম্বারও জেনে রাখা ভালো। এখন ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু হাসপাতাল ও ইন্সটিটিউটে এই পরীক্ষা করা হচ্ছে। সেগুলোর নাম্বার নিচে দেওয়া হলো।

ঢাকায়—

আইইডিসিআর : ০২-৯৮৯৮৭৯৬

আইসিডিডিআরবি : ০২-৯৮২৭০০১-১০

ঢাকা শিশু হাসপাতাল : ০২-৯১২৮৩০৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় : ০২ ৫৫১৬৫৭৬০-৯৪

আইদেশী (রফবঝঐর) : ০১৭৯৩১৬৩৩০৪

ঢাকা মেডিকেল কলেজ : ০২ ৫৫১৬৫০৮৮, ০২ ৫৫১৬৫০০১

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল : ৫৫০৬২২০১, ৫৫০৬২৩৫০, ৫৫০৬২৩৪৯, ০১৭৬৯০১০২০০

ঢাকার বাইরে—

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম : ০৩১-২৭৮০৪২৬, ০৩১-২৭৮১২৬৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ : ০৯১ ৬৬০৬৩, ০৯১ ৬৬০৬৪

রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী : ০৭২১-৭৭২১৫০

রংপুর মেডিকেল কলেজ, রংপুর : ০৫২১-৬৩৩৮৮

কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার : ০১৮২১-৪৩১১৪৪

আরো জেনে রাখুন জরুরি তথ্য অধিদপ্তরের সংবাদ কক্ষের নম্বর—

০২-৯৫১২২৪৬, ০২-৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮। এগুলোতে ফোন করে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে মিথ্যা বা ভুল তথ্য প্রচার সম্পর্কে অভিযোগ।

পাশাপাশি জেনে রাখুন প্রয়োজনীয় অন্যান্য জরুরি নম্বরগুলোও।

জরুরি সেবার হটলাইন : ৯৯৯ (পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা গ্রহণের পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য জানাতে পারবেন)

বিটিআরসির কল সেন্টার: ১০০

র‌্যাবের হটলাইন: ১০১

ফায়ার সার্ভিসের হটলাইন: ১০২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হটলাইন: ১০৯

জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা: ১০৯২২

সুবিধাবঞ্চিত নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের জরুরি সেবার হটলাইন : ১০৯৮

জাতীয় মানবাধিকার কমিশনের হেল্পলাইন: ১৬১০৮

বাংলাদেশ ব্যাংকের গ্রাহক অভিযোগ হটলাইন: ১৬২৩৬

ইউনিয়ন পরিষদ হেল্পলাইন: ১৬২৫৬

ঢাকা ওয়াসার কল সেন্টার: ১৬১৬২

সাইবার অপরাধ দমনে আইসিটি হেল্পলাইন: ০১৭৬৬৬৭৮৮৮৮

প্রবাসীদের জন্য কল সেন্টার: +৮৮-০৮-৯৩৩৪৮৮৮, +৮৮-০১৭৮৪৩৩৩৩৩৩, +৮৮-০১৭৯৪৩৩৩৩৩৩

মন্তব্য