kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

প্রিয় পোশাক

সালোয়ার-কামিজ বেশি পছন্দ

সালমা খানম নাদিয়া, অভিনেত্রী

১০ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসালোয়ার-কামিজ বেশি পছন্দ

সব রকমের পোশাকেই আমি স্বচ্ছন্দ। তবে সালোয়ার-কামিজ বেশি পছন্দ। অন্য সব পোশাকের চেয়ে সালোয়ার-কামিজ বেশি আরামের মনে হয়। দ্রুত কোথাও যাওয়ার প্রয়োজন হলে চটজলদি পরে নেওয়া যায়। এর পরের পছন্দ শাড়ি। সিল্ক, জামদানি, মসলিন, কাতান শাড়ি ভালো লাগে। উত্সব-উপলক্ষ বা পার্টিতে এ ধরনের শাড়ি বেছে নিই। শাড়ির সঙ্গে ট্রাডিশনাল গয়না পরতে ভালো লাগে। খুব ভারী গয়না আমার পছন্দ নয়। ছিমছাম নকশার হালকা গয়না পরি। গলায় বা কানে ভারী গয়না পরলে হাতে হালকা চুড়ি বেছে নিই। অনুষ্ঠানের ধরন ও সময়ের সঙ্গে মিলিয়ে শাড়ির রং বাছাই করি। ট্যুরে গেলে আবার ওয়েস্টার্ন পোশাক পরি। স্বচ্ছন্দ আর আরাম দুটোই পাওয়া যায়—এমন ওয়েস্টার্ন পোশাক বেছে নিই। জিন্স-টপস বা শার্টের সঙ্গে পায়ে কেডস। গলায় ছোট্ট লকেট বা হাতে ব্রেসলেট থাকতে পারে। মোটকথা পোশাকের ক্ষেত্রে আবহাওয়া আর আরাম এই দুটি বিষয় সব সময় মাথায় রাখতে চেষ্টা করি।

কথা বলেছেন : আতিফ আতাউর

 

মন্তব্য