kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে তারকাদের চলতি ফ্যাশনের খবর

১০ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে 

রুপালি নেটের নকশাদার কামিজের পুরোটা জুড়ে জমকালো সিকোয়েন্স নকশা। একই রং ও নকশার মানানসই ওড়না। রুপালি গয়নার সঙ্গে মুক্তার মিশেলে ফুটে উঠেছে উত্সবের আমেজ। গলায় ভারী হার, কানে ঝুমকার সঙ্গে টিকলি আর নাকের নথ সাজে  ভিন্নমাত্রা যোগ করেছে। ঈদের দ্বিতীয় দিনে জয়াকে ইনস্টাগ্রামে দেখা গেছে এই লুকে। 

অ্যান্ডি সিল্কের সাদা শেরোয়ানি কাটের পাঞ্জাবিতে এমব্রয়ডারি করা ফুলেল নকশা। পরিপাটি চুল আর হাতে পুঁতির ব্রেসলেট। এই ছিল অভিনেতা আরেফিন শুভর ঈদ লুক।

 

গ্রীষ্মের আউটফিটে সারা আলী খান। ফ্লোরাল প্রিন্টেড ফ্রকের সঙ্গে হালকা সাজ। গয়না বলতে কানে স্টোনের ছোট টপ আর নকশা

মেলানো আংটি।

মুনিরা হাশেম শেহতাজ ঈদের দ্বিতীয় দিনে ছিলেন এমনই ছিমছাম সাজ-পোশাকে। 

 

এবার ঈদ পোশাকে ফুলেল মোটিফ রাজত্ব করেছে। অভিনেত্রী সাবিলা নূরের পোশাকেও দেখা গেল একই ট্রেন্ড।

 

মন্তব্য