kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

দেশি ব্র্যান্ড বেশি পছন্দ

ইমন, অভিনেতা

১৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশি ব্র্যান্ড বেশি পছন্দ

ঈদে শপিং করতেই হয়। এবারও পুরো পরিবার মিলে শপিংয়ে যাব। বছরজুড়ে শুটিংসহ বিভিন্ন কারণে কমবেশি কেনাকাটা হতেই থাকে। এতে একটা বাড়তি সুবিধা হয়—ঈদে অনেক জিনিস কেনার চাপ সামলাতে হয় না। সাধারণত বাইরে পরার জন্য আমার প্রিয় পোশাক শার্ট। একরঙা স্লিম ফিট শার্ট কেনা হয় বেশি। আর ঘরে পরার জন্য সুতির দেশীয় টি-শার্টেই স্বচ্ছন্দ ফিল করি। তবে ঈদের শপিং লিস্টে সবার আগে থাকে পাঞ্জাবি। ঈদের দিন বেলায় বেলায় নতুন পাঞ্জাবি পরতে ভালোবাসি। সঙ্গে মানানসই পায়জামা আর কটিও কিনি। ঈদের সকালে সাদা পায়জামা-পাঞ্জাবি পরি, বিকেলে অথবা সন্ধ্যায় একটু রঙিন নকশাদার পাঞ্জাবি বেছে নিই। পরিবারের সবাইকে তাদের পছন্দমতো পোশাক, জুতা কিনে দিই। কেনাকাটায় দেশি ব্র্যান্ড বেশি পছন্দ আমার। দেশে এখন অনেক ভালো মানের পোশাক, জুতা, বেল্ট, ব্যাগ তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ড। দেশের বাইরে থেকেও শপিং করি। সেটা খুব বেশি না। এই ঈদে আমার নতুন ছবি ‘পাসওয়াড’র্ মুক্তি পাবে। সেটার প্রচার-প্রচারণাতেই ব্যস্ত থাকব। চেষ্টা করব ঢাকাতেই ঈদ উদ্যাপন করতে।

কথা বলেছেন : আতিফ আতাউর

মন্তব্য