kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারকাদের চলতি ফ্যাশনের খবর

৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জালেও তারকাদের প্রফাইল সেজেছে শরতের কাশ ফুলে। অভিনয়শিল্পী নাঈম নাটকের শুটিংয়ে গেছেন নেপালে। সেখানকার প্রকৃতির রঙে মেতেছেন তিনি। এদিকে কণ্ঠশিল্পী কনা দেশেই গেছেন কাশবনে। কেউ কাউকে না বললেও দুজনই সেজেছেন সাদায়

 

চলতি ফ্যাশনে অরগানজা সিল্ক বেশ জনপ্রিয়। তাতে যদি হয় এমব্রয়ডারি কাজ, তাহলে তো কথাই নেই। কণ্ঠশিল্পী আঁখি আলমগীর সে ট্রেন্ডকেই বেছে নিলেন অনুষ্ঠানে যেতে। পছন্দের কালো রঙের অরগানজা শাড়িতে সুতার কাজের সঙ্গে আছে পার্লের বুনন। ট্র্যাডিশনাল গয়নার সঙ্গে হাতে কুন্দনের মোটা ব্রেসলেট। মেকআপে গাঢ় কাজল চোখ দুটিকে করেছে হাইলাইট। ঠোঁটে কালোর কন্ট্রাস্টে গাঢ় লাল লিপস্টিক।

 

বলিউড তারকা দিশা পাটানি বিজ রঙা গাউনে হয়েছেন ফটোশুটের মডেল। পায়ের হিল শু বেছে নিয়েছেন পোশাকের রঙে মিলিয়ে। কার্ল সেটিং চুলের স্টাইলে অনুষঙ্গে সানগ্লাস ছাড়া নেই বাড়তি কিছু।

মন্তব্য