English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

আবারও ট্রিপল এক্সে

  • রংবেরং ডেস্ক   
  • ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০

ব্যবসা ভালোই করেছিল তাঁর অভিনীত প্রথম হলিউডি ছবি ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। সারা বিশ্বে আয় করেছিল ৩০ কোটি ডলার। তখন থেকেই শোনা যাচ্ছিল, এই সিরিজের চতুর্থ পর্বেও থাকছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু নিশ্চিত করে কারো পক্ষ থেকে সেটা জানা যায়নি।

তবে এবার এই ছবিতে দীপিকার থাকার কথাটা নিশ্চিত করেছেন খোদ পরিচালক ডি জে কারুসো। কিছুদিন আগে শোনা গিয়েছিল, নতুন পর্বে থাকতে পারেন চীনা গায়ক রয় ওয়াং (ফাইটিং বয়েজ ব্র্যান্ড)। পরিচালক কারুসো নিজেই এই অল্প বয়সী গায়ককে তাঁর দলে অভ্যর্থনা জানিয়েছিলেন টুইট করে। সেই সূত্র ধরে দীপিকার অভিনয়ের বিষয়টিও নিশ্চিত হলো।

এক ভক্ত টুইটারে ডি জে কারুসোকে প্রশ্ন করেন, ট্রিপল এক্স ফোরে দীপিকা থাকছেন কি না? তাঁর উত্তরেই স্পষ্ট ‘হ্যাঁ’ বলে জানান পরিচালক। জানা গেছে, আগামী সপ্তাহেই নাকি গোটা ট্রিপল এক্সের দলটি একসঙ্গে দেখা করবে এবং কাজের বিষয়ে আলোচনা করবে। সেখানেই শুটিং শিডিউল ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০১৯-এর জানুয়ারিতে শুরু হবে ট্রিপল এক্স ফোরের শুটিং।

রংবেরং- এর আরো খবর