English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

'অবশেষে' তৌসিফ ফিরলেন

  • কালের কণ্ঠ অনলাইন   
  • ২০ জুন, ২০১৭ ২০:২৮

দীর্ঘ ৬ বছর পর জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফের একক অ্যালবাম অবশেষে। অ্যালবামের সবগুলো গান লিখেছেন মাহতাব হোসেন। নামকরণের উদ্দেশ্য হলো দীর্ঘদিন পর নিজের মধ্যেই অবশেষে তৌসিফের ফিরেছেন। এমনটাই জানিয়েছেন কণ্ঠশিল্পী নিজেই। অ্যালবামের সবগুলো যথারীতি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তৌসিফ। এটা তার ক্যারিয়ারের দ্বাদশ অ্যালবাম।

অবশেষে নিয়ে তৌসিফ বললেন, আমাকে ভক্ত শ্রোতারা অনেকদিন পায়নি যেমনটা চেয়েছিল তাদের কাঙ্ক্ষিত তৌসিফকে। মাঝখানে নানা ঝামেলায় ছিলাম। আর আমার সুরের সাথে কথাও মেলাতে পারছিলাম না। অবশেষের মাধ্যমে দীর্ঘ ৬ বছর হয়তো আমার প্রিয় শ্রোতাদের অপেক্ষার অবসান হবে। মাহতাব হোসেনের কথা আমার ভীষণ ভালো লেগেছে, সুর ও কথার দারুণ সমন্বয় হলো অবশেষে।

২০ জুন থেকে জিপি মিউজিক, রবি ইয়ন্ডার ও সোশ্যাল মিডিয়া ইউটিউবে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে।

বিনোদন- এর আরো খবর