kalerkantho

হাতির সঙ্গে ফুটবল

গালিব চৌধুরী   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০হাতির সঙ্গে ফুটবল

থাইল্যান্ডের আয়ুত্থায়া উইতায়ালাই স্কুলের একদল শিক্ষার্থী ২০১৮ ফিফা বিশ্বকাপ উপলক্ষে একটি ফুটবল ম্যাচ খেলে সংবাদমাধ্যমের নজর কেড়েছে। তবে এ কোনো মামুলি ম্যাচ নয়, শিক্ষার্থীরা খেলেছে ৯টি হাতির বিপক্ষে।

বিশ্বকাপের ফেভারিট টিমগুলোর পতাকা আঁকা ছিল হাতিগুলোর গায়ে। এই ম্যাচটিকে সামনে রেখেই বেশ কয়েক দিন হাতিগুলোকে প্রশিক্ষণ দিয়েছে আয়ুত্থায়া এলিফ্যান্ট ক্যাম্প নামের একটি সংস্থা। ১৫ মিনিটের এই বিচিত্র ম্যাচ দেখতে প্রচুর দর্শক সমাগম হয়েছিল। আয়ুত্থায়া শহরটি কিন্তু এমনিতেও থাইল্যান্ডের ঐতিহ্যবাহী শহর। প্রাচীনকালে থাইল্যান্ডের রাজধানীও ছিল এটি। এখন আবার হাতিদের ফুটবল ম্যাচ দিয়ে নতুনভাবে বিশ্ববাসীর নজর কাড়ল শহরটি। অবশ্য অভাবনীয় এই ম্যাচের ফলাফল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।

 মন্তব্য