kalerkantho

হুতোমের পাঠশালা

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০হুতোমের পাঠশালা

মাছ পৃথিবীর অনেক পুরনো বাসিন্দা। ৫০ কোটি বছর আগে যখন ডায়নোসর আসেনি, তখনো পৃথিবীতে মাছেরা ছিল। বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রজাতির মাছ খুঁজে পেয়েছেন।

তাদের ধারণা খুঁজলে আরো অনেক নতুন মাছের সন্ধান মিলতে পারে।

স্টারফিশ ও জেলিফিশের নামে ফিশ শব্দটা থাকলেও এরা কিন্তু মাছ নয়। এটা অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী।

সবচেয়ে দ্রুত সাঁতার কাটে সমুদ্রের সেইলফিশ। ঘণ্টায় প্রায় ৭০ মাইল পর্যন্ত গতি তুলতে পারে এরা।মন্তব্য