kalerkantho

অভিষেক

গাইবান্ধা প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা শাখার নবনির্বাচিত নির্বাহী পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান শুক্রবার রাতে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সভাপতি ফররুকশিয়র চিনুর সভাপতিত্বে ‘আলোর পথযাত্রী’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও আবু জাফর সাবু। অনুষ্ঠানের শুরুতেই ৩০ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি। পরে আলোচনা পর্বে অংশ নেন জোটের সভাপতি আলমগীর কবির বাদল, সম্পাদক জান্নাতুল ফেরদৌস জাহিদ, দেবাশীষ দাশ দেবু, সাজেদুল হক নান্টু, শাহ আলম বাবলু, শাহনাজ আমিন মুন্নি, আরিফুল ইসলাম বাবু প্রমুখ।মন্তব্য