kalerkantho

১ম ক লা ম

৭৫ বছর পূর্তি

লালমনিরহাট প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০৭৫ বছর পূর্তি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আদিতমারী (ভাদাই) জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনের এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয়েছে উৎসবে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় আদিতমারী গিরিজা শংকর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা কান্তেশ্বর বর্মণের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী, ইউএনও আসাদুজ্জামান, পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।মন্তব্য