kalerkantho


তিন জেলায় শেষ উন্নয়ন মেলা

প্রিয় দেশ ডেস্ক   

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০নীলফামারীর সদর ও জলঢাকা এবং রংপুরের বদরগঞ্জে তিন দিনের উন্নয়ন মেলা শেষ হয়েছে গতকাল শনিবার। ‘উন্নয়নে গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার শুরু হয়েছিল এ মেলা।

নীলফামারী : জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান, ডিডিএলজির উপপরিচালক মোতালেব হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস এম হাসানাত হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

জলঢাকা (নীলফামারী) : জলঢাকা উপজেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ৎ্ইউএনও) মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী প্রমুখ। 

রংপুর (আঞ্চলিক) : বদরগঞ্জ উপজেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ৎ্ইউএনও) মো. রাশেদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট প্রমুখ।মন্তব্য