kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


টেলি টিপস

পাওয়ার বাটন দিয়ে কল কাটার উপায়

তুসিন আহমেদ   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০পাওয়ার বাটন দিয়ে কল কাটার উপায়

অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে কিছুু সুবিধা আছে। এর একটি পাওয়ার বাটন দিয়ে কল কাটা।

অনেক সময় কল এলে রিসিভ করা সম্ভব হয় না। আবার বাজতে থাকাটাও অশোভন। এমন ক্ষেত্রে পাওয়ার বাটন চেপে কল কেটে দেওয়া সুবিধাজনক।

সুবিধাটি পেতে প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। সেখান থেকে Accessibility নির্বাচন করলে অনেক অপশন আসবে। সেখান থেকে ক্রল করে নিচের দিকে Power button ends -এ গিয়ে টিকচিহ্ন দিতে হবে। এর পর থেকে পাওয়ার বাটন চেপেই কল কাটা যাবে।


মন্তব্য