kalerkantho


এনিম্যাল সাউন্ড

স্মার্টফোনে ডাকবে পশুপাখি

তুসিন আহমেদ   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০স্মার্টফোনে ডাকবে পশুপাখি

শিশুদের মনে থাকে নানা প্রশ্ন। জানতে চায় পশুপাখি সম্পর্কেও। নগর জীবনে তাদের পশুপাখি চেনানো, ডাক শোনাতে পারাটা প্রায় অসম্ভব! তবে কাজটা সারা যাবে স্মার্টফোনে ‘এনিম্যাল সাউন্ড’ অ্যাপ ডাউনলোড করে।

অ্যাপ্লিকেশনটিতে রয়েছে ১৩০টি পশুপাখির শব্দ। বিভিন্ন পশুপাখির নাম আছে ৩৫টি ভাষায়। পশুপাখির ডাক রিংটোন হিসেবেও ব্যবহার করা যাবে অ্যাপটির মাধ্যমে।

রয়েছে পশুপাখির এইচডি রেজল্যুশনের ছবি। ফলে শব্দের পাশাপাশি দেখা যাবে প্রাণীর ছবিও। রয়েছে তিনটি বিশেষ গেইম।

অ্যাপ্লিকেশনটি অফলাইনেও কাজ করবে।

অ্যাপ্লিকেশনটি https://play.google.com/store/apps/details?id=com.premiumsoftware.animalsoundsandphotos&hl=en থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।


মন্তব্য