kalerkantho


গেইম

প্রলয়ের ওই ঘণ্টা বাজে

সামীউর রহমান   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রলয়ের ওই ঘণ্টা বাজে

বেজে উঠেছে প্রলয়ের ঘণ্টা। নিভে আসছে আলো, বাড়ছে আঁধারের রাজত্ব। কোথাও কোনো আশা নেই। আশার মশালটা যার জ্বালানোর কথা, সেই তো পালিয়েছে! কী হবে এখন? অন্ধকার গ্রাস করবে, নাকি সব প্রতিকূলতার পর আবার আলোকিত পৃথিবীর দেখা মিলবে?

চেনা সময়ের জানা পৃথিবীর বাইরের এমনই এক রহস্যময় জগতের কথা বলে ‘ডার্ক সোলস থ্রি’। পাহাড়, উপত্যকা, সুড়ঙ্গ, গোপন কুঠুরি, প্রাসাদ, ডাকিনীবিদ্যা, কুহক আর জাদুতে ভরা এই জগত্টার নাম ‘লোথরিক’।

লোথরিকের শক্তির কেন্দ্র হচ্ছে অগ্নিমন্দিরের অগ্নিশিখা। এই আগুনের শিখা প্রজ্বলিত থাকলেই জীবনদায়ী শক্তি থাকবে লোথরিকে, নইলে বাধবে অনর্থ। নিভে যাচ্ছে সেই পবিত্র আগুন, অন্যদিকে বাড়ছে অন্ধকারের শক্তি। মৃতদের জগৎ থেকে উঠে আসছে অশুভ আত্মারা। এই আগুন বাঁচিয়ে রাখা আর অন্ধকার শক্তিকে দমিয়ে রাখাই হবে গেইমারের কাজ।

লর্ড সিন্ডার, প্রিন্স লোথরিক, ইহোর্ম দ্য জায়ান্ট, দ্য অ্যাশেন ওয়ান—এমন অনেক চরিত্রের দেখা মিলবে ডার্ক সোলসের এবারের পর্বে। প্রাসাদ ষড়যন্ত্র, মধ্যযুগীয় নাইট, জাদুটোনা—সব কিছু মিলিয়ে অবাক করা এক জগতের দেখা পেতে খেলা যেতে পারে এই গেইম। গেইমটি প্রকাশ করেছে বান্ডাই নামকো, আর এটি খেলা যাবে উইন্ডোজ পিসি ছাড়াও প্লেস্টেশন ফোর ও এক্সবক্স ওয়ানেও।

 

খেলতে হলে লাগবে

♦  ইন্টেল কোর আই থ্রি ২১০০/এএমডি এফএক্স ৬৩০০ মানের প্রসেসর

♦  র‌্যাম ৪ গিগাবাইট

♦  এনভিডিয়া জিইফোর্স জিটিএক্স ৭৫০/এটিআই র‌্যাডিয়ন এইচডি ৭৯৫০

♦  ডিরেক্ট এক্স ১১

♦  হার্ডডিস্কে ২৫ গিগাবাইট ফাঁকা জায়গা

♦  বয়স ১৬+


মন্তব্য