kalerkantho


টেক মাস্টার

উইন্ডোজের কিবোর্ড শর্টকাট

তুসিন আহমেদ   

৫ মার্চ, ২০১৬ ০০:০০উইন্ডোজের কিবোর্ড শর্টকাট

অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’ ব্যবহারের শুরুতে খানিকটা জটিল মনে হয়। তবে কিছু বিষয় জানা থাকলে কাজ সহজ হয়ে যাবে। এ ক্ষেত্রে সবচেয়ে কাজে আসবে কিছু কিবোর্ড শর্টকাট। এখানে থাকছে প্রয়োজনীয় ১০টি শর্টকাট।

• Windows +, (কমা) চাপলে কম্পিউটারের ডেস্কটপ চলে আসবে।

• Windows + . (ডট) চাপলে উইন্ডো  ডান অথবা বাঁ পাশে থাকবে।

• Windows + R  চাপলে Run কমান্ড চলে আসবে।

• Windows + X চাপলে কুইক এক্সেস মেন্যু চালু হবে।

• Windows + I চাপলে সেটিংস মেন্যু আসবে।

• Windows + M চাপলে সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ প্রদর্শিত হবে।

• Windows + D চাপলে ডেস্কটপ প্রদর্শিত হবে। দ্বিতীয়বার চাপলে আগের অবস্থায় ফিরে আসবে।

• Windows + Q চাপলে অ্যাপ্লিকেশন সার্চ অপশন আসবে।

• Windows + W চাপলে সিস্টেম সেটিংস সার্চ মেন্যু আসবে।

• Windows + F চাপলে ফাইল বা ফোল্ডার সার্চের মেন্যু আসবে।


মন্তব্য