kalerkantho


ওয়েব টক

ওয়েবে ভ্রমণ তথ্য

রিপন রায়হান   

৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ওয়েবে ভ্রমণ তথ্য

এখন শীতকাল। আর শীত মানেই ভ্রমণে বেরিয়ে পড়ার হাতছানি। তবে বেরিয়ে পড়ার আগে অনেক তথ্য জেনে নেওয়ার আছে। নিচের সাইটগুলো থেকে ভ্রমণবিষয়ক কিছু তথ্য আগেভাগেই জেনে নেওয়া যাবে।

 

www.parjatan.gov.bd

এটি বাংলাদেশ সরকারের পর্যটন করপোরেশনের ওয়েবসাইট। দেশের বিভিন্ন স্থানের বর্ণনাসহ ভ্রমণের অনেক তথ্য মিলবে সাইটটিতে। বর্ণনার সঙ্গে সঙ্গে প্রতিটি লোকেশনের ছবিও এখানে পাওয়া যাবে।

www.sundarbantours.com

সাইটটিতে সুন্দরবন ভ্রমণ-সংক্রান্ত তথ্য মিলবে।

এখানে Travel Around ,  How to go এবং Gallery -সহ বেশ কিছু বিভাগ রয়েছে। How to go  বিভাগে সুন্দরবন যাওয়ার বেশ কিছু তথ্য মিলবে।

www.greenbangladeshtours.com

বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর বিবরণসমৃদ্ধ এ সাইটটিতে Popular Tours  বিভাগ থেকে আপনার কাঙ্ক্ষিত স্থান নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংগ্রহ করতে পারেন। এখানে  Popular Tours, Historical Sight seeing Tour, Dhaka City Tour, Mangrove Forest Tour, Hill Forest Tour, Adventure tour -সহ বেশ কয়েকটি বিভাগ রয়েছে।

বাংলাদেশের যেকোনো স্থানে যাওয়ার উপায় এবং ভাড়ার বিস্তারিত মিলবে এ সাইটটিতে।

www.discoverybangladesh.com

সাইটটিতে মিলবে বিভিন্ন জায়গার ছবি, যাতায়াতের বিস্তারিত, হোটেলের ঠিকানাসহ বেশ কিছু তথ্য।

সাইটটির প্রথমেই ব্যানারের বাম পাশে রয়েছে বিভাগ অনুযায়ী বিভিন্ন জায়গার বর্ণনা। যে বিভাগে ভ্রমণ করতে চান, সেই বিভাগের নামের ওপর ক্লিক করুন। সেই বিভাগের দর্শনীয় জায়গাগুলোর নাম জানা যাবে।মন্তব্য