kalerkantho


স্টেট ইউনিভার্সিটিতে সাইবার অপরাধ সচেতনতা সেমিনার

১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারে সচেতনতা তৈরি করতে সোমবার স্টেট ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘সাইবার অপরাধ ও সহিংস উগ্রবাদ সচেতনতা’বিষয়ক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) আয়োজিত এ সেমিনারে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মাত্র একটি মন্তব্যও সমাজে অশান্তি তৈরি করতে পারে। ঘটতে পারে সহিংস ঘটনাও।  আর তাই প্রযুক্তির পরিমার্জিত ব্যবহার করতে হবে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির।মন্তব্য