kalerkantho


লেনোভো আইডিয়াপ্যাড

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০লেনোভো আইডিয়াপ্যাডের ৩৩০ সিরিজের বেশ কয়েকটি মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড। সেলেরন, এএমডি, কোরআই৩ ও কোরআই৫ প্রসেসরে চলা ল্যাপটপগুলোতে ডলবি মিউজিক সুবিধাও রয়েছে। এক থেকে দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপগুলোর দাম সর্বনিম্ন্ন ২৫ হাজার ৫০০ টাকা।

 মন্তব্য