kalerkantho

প্রেস রিলিজ

স্মার্ট সিটির চ্যালেঞ্জ যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনা

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযানজট নিরসনে ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে চালুর কার্যক্রম চলছে। চালু হবে র্যাপিড বাস ট্রানজিট সিস্টেমও। আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয় ঘটিয়ে বদলে যাচ্ছে ঢাকা। তবে জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে সড়ক এবং বর্জ্য ব্যবস্থাপনাই স্মার্ট সিটির জন্য অন্যতম চ্যালেঞ্জ। মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চলা ‘অ্যাসোসিও স্মার্ট সিটি সামিট’-এর মেয়রস টক সেশনে এ তথ্য জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এবং ভিনাসার যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহসভাপতি ইউসুফ আলী শামীম প্রমুখ। এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) উদ্যোগে যৌভভাবে দুদিনের এ সম্মেলন আয়োজন করেছে হ্যানয় পিপল কমিটি এবং ভিয়েতনাম সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস অ্যাসোসিয়েশন (ভিনাসা)।

 

মন্তব্য