kalerkantho


প্রেস রিলিজ

১০ হাজার টাকা পর্যন্ত মূল্য ফেরত ওয়ালটনে

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০তিনটি মডেলের ফোরজি স্মার্টফোন কিনলেই ক্রেতাদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল্য ফেরত দেবে ওয়ালটন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ অফারের আওতায় স্মার্টফোন কেনার পর এসএমএসের মাধ্যমে নিবন্ধন করলেই নিশ্চিতভাবে বিভিন্ন অর্থ মূল্যের টাকা ফেরত পাওয়া যাবে।

ওয়ালটন মোবাইল ফোনের বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, প্রিমো জেডএক্সথ্রি, প্রিমো এসসিক্স ইনফিনিটি এবং প্রিমো এসসিক্স ডুয়াল মডেলের স্মার্টফোনে এ সুবিধা পাওয়া যাবে। ফোনগুলোর দাম যথাক্রমে ২৭ হাজার ৯৯০, ১৫ হাজার ৪৯০ এবং ১৪ হাজার ৯৯৯ টাকা।

 মন্তব্য