kalerkantho


এক্সবক্স ওয়ানেও অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্ট সেবা

১৪ জুন, ২০১৮ ০০:০০এবার মাইক্রোসফটের নতুন সংস্করণের ‘এক্সবক্স ওয়ান’ গেইমিং কনসোলেও ব্যবহার করা যাবে অ্যামাজন ও গুগলের ডিজিটাল সহকারী সেবা ‘অ্যালেক্সা’ এবং ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’। ফলে ব্যবহারকারীর মুখের কথায় কনসোল নিয়ন্ত্রণের সুযোগ মিলবে। উল্লেখ্য, অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্ট সেবাগুলো ব্যবহারকারীদের নির্দেশ পেলেই ডিভাইস নিয়ন্ত্রণের পাশাপাশি অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানাতে পারে। কণ্ঠস্বর শনাক্তকরণ সুবিধা থাকায় অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টযুক্ত ডিভাইসের সামনে কোনো প্রশ্নের উত্তর বা তথ্য জানতে ব্যবহারকারীর মুখের কথাই যথেষ্ট।

টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ইন্টারনেট

 মন্তব্য