kalerkantho


কুমিল্লায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার

টেক প্রতিদিন ডেস্ক   

১১ জুন, ২০১৮ ০০:০০তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কুমিল্লা সদরে তৈরি হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এ জন্য প্রায় সাড়ে ৩৫ হাজার বর্গফুট আয়তনের ভবনের পাশাপাশি বিভিন্ন সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। ফলে স্থানীয় তরুণ-তরুণীদের বেকারত্ব দূর করার পাশাপাশি তথ্য-প্রযুক্তিনির্ভর বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হবে। শনিবার শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।মন্তব্য