kalerkantho


ইন্টারনেট সংযোগ ছাড়াই স্মার্টফোন!

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে ইন্টারনেট সংযোগবিহীন স্মার্টফোন তৈরি করেছে স্যামসাং। স্মার্টফোনটিতে বার্তা বিনিময়ের পাশাপাশি ছবি তোলা, ভিডিও বা গান শোনার মতো সব সুযোগ পাওয়া গেলেও ওয়াই-ফাই বা সিমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে না। ‘গ্যালাক্সি জে২ প্র’ মডেলের স্মার্টফোনটির ক্ষমতাও কম নয়, রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর, দেড় গিগাবাইট র‌্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট এবং সামনে-পেছনে পাঁচ ও আট মেগাপিক্সেল ক্যামেরা। পাঁচ ইঞ্চি কিউএইচডি সুপার অ্যামোলেড স্ক্রিনের স্মার্টফোনটির দামও কম নয়, ১৮৬ ডলার।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইলমন্তব্য