kalerkantho


প্রেস রিলিজ

জাবিতে সাইবার নিরাপত্তা কর্মশালা

৪ মার্চ, ২০১৮ ০০:০০সাইবার নিরাপত্তা, তথ্য-প্রযুক্তি আইন, অনলাইনে সুরক্ষার কৌশল শেখাতে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে হয়ে গেল সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক কর্মশালা। দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন জানান, প্রতিদিন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। এর ভালো ও খারাপ দুটো দিকই আছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে এবং অন্যদের জানাতে হবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের পাশাপাশি এবং স্থানীয় তরুণরাও অংশ নেয়। কর্মশালা শেষে ড. শরিফ হোসেনকে উপদেষ্টা করে সংগঠনের জাবি চ্যাপ্টারের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।মন্তব্য