kalerkantho


ইউটিউব লাইভে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ক্যাপশন সুবিধা

২ মার্চ, ২০১৮ ০০:০০ইউটিউবের লাইভ স্ট্রিমিং কাজে লাগিয়ে সরাসরি ভিডিও প্রচারের সময় স্ক্রিনে ক্যাপশনও দেওয়া যাবে। প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষায় ক্যাপশন লেখার সুযোগ মিলবে। লাইভ অটোমেটিক স্পিচ রিকগনিশন প্রযুক্তির (এলএএসআর) মাধ্যমে এমনটি করা যাবে, জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। নতুন এ সুযোগ চালুর পাশাপাশি লাইভ ভিডিও চলার সময় বন্ধুদের করা মন্তব্যগুলো চোখ এড়িয়ে গেলেও পরবর্তী সময়ে উত্তর দেওয়ার সুযোগ চালু হচ্ছে ইউটিউবে। পাশাপাশি ভিডিও ধারণের স্থানও স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। নতুন এসব সুযোগ চালু হলে লাইভ ভিডিও দেখার সময় ভিডিওর বিষয়বস্তু এবং নির্মাতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ মিলবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারগুলো উন্মুক্ত হবে।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জমন্তব্য