kalerkantho


প্রেস রিলিজ

দেশে তৈরি দ্বিতীয় মডেলের স্মার্টফোন আনল ওয়ালটন

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০বাংলাদেশে তৈরি দ্বিতীয় মডেলের স্মার্টফোন এনেছে ওয়ালটন। সোমবার সাভার গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ‘প্রিমো ই৮এস’ মডেলের স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে ওয়ালটন সেলুলার ফোন ডিভিশনের (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো ই৮এস’ স্মার্টফোনটিও তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। এটি মূলত ‘প্রিমো ই৮আই’ মডেলের উন্নত সংস্করণ। অ্যানড্রয়েড নুগাট ৭.০ অপারেটিং সিস্টেমে চলা ৪ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। স্মার্টফোনটির দাম পড়বে তিন হাজার ৯৯৯ টাকা।মন্তব্য