kalerkantho


খাবারও পৌঁছে দেবে পাঠাও

টেক প্রতিদিন প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০খাবারও পৌঁছে দেবে পাঠাও

পাঠাওয়ের কর্মকর্তারা

অ্যাপের মাধ্যমে মোটরবাইক ও গাড়ি সেবা পরিচালনার পাশাপাশি এবার বিভিন্ন রেস্তোরাঁর খাবার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেও দেবে ‘পাঠাও’। প্রাথমিকভাবে গুলশান ও বনানীতে বসবাসকারীরা পাঠাও অ্যাপ কাজে লাগিয়ে এ সুযোগ পাবে। এ জন্য স্থানীয় বিভিন্ন রেস্তোরাঁর সঙ্গে চুক্তিও করেছে পাঠাও। গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘পাঠাও ফুড’ নামের খাবার সরবরাহ সেবা চালু করেছে অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস জানান, ফাস্ট ফুড থেকে শুরু করে সব ধরনের খাবার কেনার সুযোগ দেবে ‘পাঠাও ফুড’। নতুন এ সেবার আওতায় ক্রেতারা অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট রেস্তোরাঁর খাবার অর্ডার করার পর সেগুলো সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে পাঠাওয়ের প্রতিনিধিরা। বিল নিয়েও ঝামেলা নেই, খাবার সংগ্রহের সময়ই রেস্তোরাঁর বিল সংগ্রহ করা হবে। ফলে মূল্য পরিশোধ করতে কোনো ঝামেলা পোহাতে হবে না। পুরো সেবাটি গ্রহণের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। আগামী দিনে ঢাকার প্রায় সব স্থানেই সেবাটি চালু হবে, রেস্তোরাঁর সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে ঘরে বসেই ভোজনরসিকরা সব ধরনের খাবার কেনার সুযোগ পাবে। উপস্থিত ছিলেন পাঠাওয়ের সিটিও সিফাত আদনান, ভিপি আহমেদ ফাহাদ প্রমুখ।মন্তব্য