kalerkantho


প্রেস রিলিজ

মধ্যপ্রাচ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেবা দেবে ই-জেনারেশন

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০মধ্যপ্রাচ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেবা দেবে ই-জেনারেশন

দুবাইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান স্মার্টক্রাউডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, ডাটা অ্যানালাইটিক্স এবং ব্লকচেইনভিত্তিক ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরি করবে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান ই-জেনারেশন। এ বিষয়ে চুক্তিও করেছে ই-জেনারেশন। গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম এবং স্মার্টক্রাউডের প্রধান নির্বাহী সিদ্দিক ফরিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এত দিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, জাপান, কানাডা, সৌদি আরব, রাশিয়া, উগান্ডা ও ফিলিপাইনে প্রযুক্তিসেবা দিলেও এবারই প্রথম সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রযুক্তিসেবা দেবে ই-জেনারেশন।মন্তব্য