ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ ফিচারের সাহায্যে পোস্ট করা সব ছবি ও ভিডিও দেখার সুযোগ পাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। নিরাপত্তার জন্য এসব ছবি ও ভিডিও এনক্রিপ্ট আকারে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। শুধু তা-ই নয়, ২৪ ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ থেকে মুছেও ফেলা হবে। এরই মধ্যে ব্রাজিলের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও করা হচ্ছে। তবে কবে নাগাদ ফিচারটি চালু হবে তা জানা যায়নি।
উল্লেখ্য, ফেইসবুকের মালিকানাধীন বার্তা ও ছবি বিনিময়ের অ্যাপ দুটিই তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। আর তাই দুটি অ্যাপের ব্যবহারকারীদের একে অন্যের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক।
টেক প্রতিদনি ডেস্ক
সূত্র : ইন্টারনেট
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...