kalerkantho


শিক্ষার্থীদের নিজস্ব ই-মেইল ঠিকানা দিল চুয়েট

টেক প্রতিদিন ডেস্ক   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০শিক্ষার্থীদের নিজস্ব ই-মেইল ঠিকানা দিল চুয়েট

ই-মেইল হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা

বিশ্ববিদ্যালয়ের ডোমেইন কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজ নামে অফিশিয়াল ই-মেইল ঠিকানা ব্যবহারের সুযোগ চালু করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সহযোগিতায় প্রাথমিকভাবে ১৩ থেকে ১৬ ব্যাচের প্রায় দুই হাজার ৭০০ শিক্ষার্থীকে U_StudentID@cuet.ac. bd ঠিকানার ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থী এই সুযোগ পাবেন। বুধবার নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, অফিশিয়াল ই-মেইল চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজ শিক্ষার্থীদের অনলাইনেই পরীক্ষার সময়সূচি থেকে শুরু করে ক্লাস রুটিন, বিজ্ঞপ্তিসহ প্রয়োজনীয় সব তথ্য পাঠাতে পারবে। চাইলে শিক্ষার্থীরাও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকেই ডিজিটাল পদ্ধতিতে নিজ বিভাগের সঙ্গে যুক্ত থাকা যাবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্দেশনাও শিক্ষার্থীদের ই-মেইলে পাঠানো হবে।মন্তব্য