kalerkantho

co

তার ছাড়াই ডিভাইস চার্জ করবে ‘পাওয়ারস্পট ট্রান্সমিটার’

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ওয়াই-ফাই ইন্টারনেট প্রযুক্তির আদলে তারের সংযোগ ছাড়াই দূর থেকে বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস চার্জ করবে ‘পাওয়ারস্পট ট্রান্সমিটার’। ঘরের যেকোনো প্রান্তে রেখে দিলেই ট্রান্সমিটারটি রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) পাঠাতে থাকে। ডিভাইসের সঙ্গে যুক্ত বিশেষ ধরনের ছোট চিপ রেডিও ফ্রিকোয়েন্সি গ্রহণ করে সেগুলোকে শক্তিতে রূপান্তর করবে। পাওয়ারকাস্টের তৈরি এ ট্রান্সমিটারের সাহায্যে সর্বোচ্চ ৮০ ফুট দূর থেকে হেডফোন থেকে শুরু করে স্মার্টব্যান্ড, গেইমিং কনট্রোলারসহ বিভিন্ন ডিভাইস চার্জ করা যাবে। তবে এ জন্য অবশ্যই ডিভাইসগুলোতে বিশেষ ধরনের চিপ যুক্ত করতে হবে। সব কিছু ঠিক থাকলে এ মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে ট্রান্সমিটারটি প্রদর্শন করবে পাওয়ারকাস্ট।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল

 মন্তব্য