kalerkantho


ঘুমের ধরন শনাক্ত করবে ‘অ্যাক্টিমিটার’

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ব্যবহারকারীদের ঘুমের ধরন পর্যালোচনা করে প্রয়োজনের তুলনায় ঘুম কম না বেশি হচ্ছে—জানাবে ‘অ্যাক্টিমিটার’। ব্রেসলেটের আদলে তৈরি ডিভাইসটি ঘুমানোর সময় কবজিতে পড়লেই হাতের নড়াচড়া শনাক্ত করতে থাকে। ফলে ঘুমের সময় ব্যবহারকারীরা কিভাবে বা কতক্ষণ নড়াচড়া করে— পর্যবেক্ষণ করে ঘুমের গভীরতা মাপতে পারে। শুধু তাই নয়, তথ্যগুলো সংরক্ষণও করতে পারে। টানা তিন মাস তথ্য পর্যালোচনার পর ব্যবহারকারীদের ঘুমের ধরন বা সাইকেল নির্ধারণের পাশাপাশি ঘুমের সমস্যা রয়েছে কি না, তাও শনাক্ত করতে পারে। এরই মধ্যে নিজেদের তৈরি ডিভাইসটির কার্যকারিতা পরীক্ষা করে দেখেছে জার্মানির লুডইগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটির  গবেষকরা। ঘুমের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় ডিভাইসটি কার্যকর বলেও দাবি করেছেন তাঁরা।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : টাইমস অব ইন্ডিয়ামন্তব্য