kalerkantho


মানুষের মতোই কথা বলবে গুগলের ‘টাকোট্রন২’

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০মানুষের মতোই কথা বলবে গুগলের ‘টাকোট্রন২’

হুবহু মানুষের মতো করেই কথা বলতে পারে ‘টাকোট্রন২’। মানুষের কথা বলার ধরন ও উচ্চারণের বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে লিখিত বার্তা মুখে বলতে পারে গুগলের হালনাগাদ টেক্সট টু স্পিচ প্রযুক্তিটি। নতুন এ প্রযুক্তি কথা বলার সময় স্বর উঁচু-নিচু করার পাশাপাশি বিরতিও নিতে পারে। প্রয়োজনে আঞ্চলিক ভাষায়ও কথা বলে। নতুন এ প্রযুক্তি কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা ভবিষ্যতে মানুষের মতো করেই ব্যবহারকারীদের সঙ্গে কথা বলবে। ফলে শ্রোতারাও ভার্চুয়াল দুনিয়ার সেবাগুলো রোবট কণ্ঠের বদলে মানুষের কণ্ঠে শুনতে পারবে। এরই মধ্যে হালনাগাদ এ প্রযুক্তিসেবা উন্মুক্ত করেছে গুগল।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইলমন্তব্য