kalerkantho

আজকের আয়োজন

টেক প্রতিদিন ডেস্ক   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০আজ ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) থাকছে ১২টি সেমিনার ও দুটি সম্মেলন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে ‘ই-গভ. মাস্টার প্ল্যান’, ‘সাইবার সিকিউরিটি ফর পাবলিক সার্ভিস’, ‘চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড’, ‘আউটসোর্সিং অব ফিন্যানশিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস’ এবং ‘ডিসর‌্যাপ্টিভ টেকনোলজিস ভেঞ্চার ক্যাপিটাল আর ইনভেস্টিং’ শীর্ষক সেমিনার। দুপুর আড়াইটায় বসবে ডেভেলপার সম্মেলন। একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানে হবে ‘পাঁচ বিলিয়ন এক্সপোর্ট’, ‘কমব্যাটিং সাইবার ক্রাইম’ সেমিনার ও ‘ইনফরমেশন সিকিউরিটি কনফারেন্স’। সাড়ে ৫টার সময় হবে ‘ডিজিটাল আইডেন্টিটি’, ‘ইন্টারনেট অব থিংস’, ‘ডিজিটাল লিটারেসি’ এবং ‘আইপিআর ইন ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।মন্তব্য