kalerkantho


ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আর্থিক সেবা

চুক্তি করল এটুআই, মাস্টার কার্ড ও ব্যাংক এশিয়া

টেক প্রতিদিন ডেস্ক   

১ নভেম্বর, ২০১৭ ০০:০০সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে আর্থিক সুবিধা পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রাম, মাস্টার কার্ড ও ব্যাংক এশিয়া। সোমবার এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রগ্রামের পরিচালক কবির বিন আনোয়ার, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। চুক্তির আওতায় ব্যাংক এশিয়া ও মাস্টার কার্ডের সহায়তায় দেশব্যাপী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বা অর্থ স্থানান্তরের ব্যবস্থা গড়ে তুলবে এটুআই প্রগ্রাম।মন্তব্য