kalerkantho

প্রেস রিলিজ

এইচপি ল্যাপটপ

২১ মার্চ, ২০১৭ ০০:০০এইচপির ৩৪৮ জি৪ সিরিজের নতুন ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস। সপ্তম প্রজন্মের ইন্টেল প্রসেসরে চলা ১৪.১ ইঞ্চি এইচডি স্ক্রিনের ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, চারটি ইউএসবি থ্রি পোর্ট, ডিভিডি রাইটার, ব্লুটুথ, এইচডিএমআই ও ভিজিএ পোর্টসহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪৬ হাজার ৫০০ টাকা।


মন্তব্য