kalerkantho


সাইবার হামলার হুমকিতে নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠান

টেক প্রতিদিন ডেস্ক   

২১ মার্চ, ২০১৭ ০০:০০সাইবার হামলার হুমকিতে নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

বাংলাদেশসহ সারা বিশ্বে সাইবার হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে রয়েছে জাতীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ জন্য প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি তথ্য-প্রযুক্তিনির্ভর দক্ষ জনবল গড়ে তুলতে হবে। গতকাল থেকে ঢাকায় শুরু হওয়া ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। তিন দিনের এ কর্মশালায় বিভিন্ন আইএসপি, আইআইজি, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিটিআরসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৬৫ জন নেটওয়ার্ক ও তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক এ কর্মশালার আয়োজন করেছে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

উদ্বোধন করেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর ফকির ফিরোজ আহমেদ। আইএসপিএবির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, আইএসপিএবির সাবেক সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রমুখ।


মন্তব্য