kalerkantho


হবিগঞ্জে ৯৯৯ কল সেন্টার নিয়ে কর্মশালা

শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, আইন প্রয়োগকারী সংস্থাসহ অ্যাম্বুল্যান্স সেবা পেতে

৯৯৯ কল সেন্টারের ব্যবহার পদ্ধতি নিয়ে গতকাল হবিগঞ্জে হয়ে গেল অবহিতকরণ কর্মশালা। এ সময় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের চালু করা কল সেন্টারটির কার্যক্রম এবং বিভিন্ন সেবা তুলে ধরা হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সফিউল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন।মন্তব্য