kalerkantho


এলো হ্যালিও এস২৫ স্মার্টফোন

টেক প্রতিদিন ডেস্ক   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০এলো হ্যালিও এস২৫ স্মার্টফোন

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

পেছনে ১৩ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সুবিধার হ্যালিও ব্র্যান্ডের নতুন স্মার্টফোন এনেছে এডিসন গ্রুপ। ‘হ্যালিও এস২৫’ মডেলের স্মার্টফোনটি কিনলেই রবির গ্রাহকরা পাবেন প্রথম তিন মাসে বিনা মূল্যে ৪০০ মিনিট কল করার পাশাপাশি প্রতি মাসে পাঁচ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। গতকাল ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটির উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ। অনুষ্ঠানে জানানো হয়, স্মার্টফোনটির সামনে ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকায় অল্প আলোয়ও ভালো ছবি তোলা যায়। ৫.৫ ইঞ্চি স্ক্রিনের এইচডি আইপিএস ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটিতে আরো রয়েছে ১.৯ গিগাহার্জ গতির ৬৪ বাইট অক্টাকোর প্রসেসরসহ বিভিন্ন অ্যাপ লক করে রাখার সুযোগ। দাম পড়বে ২১ হাজার ৯৯০ টাকা।মন্তব্য