kalerkantho


নারীদের জন্য বিজ্ঞান ক্যাম্প

টেক প্রতিদিন ডেস্ক   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে ঢাকায় হয়ে গেল ‘বিডিজেএসও গার্লস ক্যাম্প ২০১৭’। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) আয়োজিত তিন দিনের এই আয়োজনে আইজেএসওর পাঠ্যক্রম অনুযায়ী বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসপিএসবির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর জুনায়িদুল ইসলাম জানান, এ বছর সারা দেশে বিডিজেএসওর ১০টি আঞ্চলিক পর্বের আয়োজন করা হবে। জাতীয় পর্বের সেরা শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল গঠন করা হবে।মন্তব্য