kalerkantho


হোয়াটসঅ্যাপে দুই ধাপের শনাক্তকরণ সুবিধা

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০হোয়াটসঅ্যাপে দুই ধাপের শনাক্তকরণ সুবিধা

ব্যবহারকারীদের বিনিময় করা তথ্যের নিরাপত্তায় ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা চালুর পর এবার টু স্টেপ ভেরিফিকেশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার আওতায় জনপ্রিয় মেসেজিং অ্যাপটিতে তথ্য বিনিময়ের সময় পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত ছয় সংখ্যার পাসকোড দিতে হবে। তবে যেকোনো পাসকোড দিলে হবে না, শুধু ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পাঠানো পাসকোড দিতে হবে। নির্দিষ্ট কোড ভুলে গেলে অ্যাপটির সেটিং নতুন করে পরিবর্তন করতে হবে। ফলে ব্যবহারকারীদের বিনিময় করা তথ্য চাইলেই সহজে দখলে নিতে পারবে না সাইবার অপরাধীরা। অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম উপযোগী টু স্টেপ ভেরিফিকেশন সুবিধা চালুর জন্য আগে থেকে অ্যাপটির সেটিংস পরিবর্তন করতে হবে। চাইলে যেকোনো সময় ফিচারটি বন্ধও করা যাবে।

 

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেটমন্তব্য