kalerkantho


ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

টেক প্রতিদিন ডেস্ক   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইন্টারনেটনির্ভর এ যুগে নারীদের শুধু অঙ্ক, ইংরেজি ও বিজ্ঞান ভালো জানলে হবে না, তাদের প্রযুক্তি, কম্পিউটার কোডিং ও প্রগ্রামিং শিখতে হবে। শুক্রবার ঢাকার আইডিইবি মিলনায়তনে ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আইসিটি বিভাগ ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’ আয়োজিত দুদিনের এ হ্যাকাথনে প্রায় ৫০০ নারী ডেভেলপার ‘স্বাস্থ্য ও কল্যাণ’, ‘কৃষি ও পরিবেশ’, ‘ব্যবসা ও বাণিজ্য’, ‘দক্ষতা অর্জন ও শিক্ষা’, ‘সংস্কৃতি ও পর্যটন’, ‘গণমাধ্যম ও বিনোদন’, ‘নগরায়ণ’, ‘সুপরিকল্পিত বাসস্থান’ এবং ‘অধীনতা ও ক্ষমতায়ন’বিষয়ক প্রযুক্তিগত সমাধান খুঁজে বের করেন।মন্তব্য