kalerkantho


বিআইজেএফের চড়ুইভাতি

টেক প্রতিদিন প্রতিবেদক   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০তথ্য-প্রযুক্তিবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্যদের নিয়ে শুক্রবার গাজীপুরের সালনার স্প্রিং ভ্যালি রিসোর্টে হয়ে গেল ‘বিআইজেএফ চড়ুইভাতি-২০১৭’। বার্ষিক এ আয়োজনে বিআইজেএফ সদস্যদের বাইরেও তথ্য-প্রযুক্তিবিষয়ক সাংবাদিকতার সঙ্গে যুক্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং তথ্য-প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, উইর মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ প্রমুখ। এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিল মাইক্রোসফট এবং গোল্ড স্পন্সর ছিল ডেল এবং উই। সিলভার স্পন্সর ছিল স্মার্ট টেকনোলজিস ও ই-জেনারেশন।মন্তব্য