kalerkantho


দেশের খবর

রাজবাড়ীতে ই-ফাইল বিষয়ক প্রশিক্ষণ

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হয়ে গেল ই-ফাইল (নথি) প্রশিক্ষণ। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিনের এ প্রশিক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা জানান, ইন্টারনেটের ম্যাধ্যমে ডাক ও নোট আদান-প্রদানসহ ডিজিটাল অফিস ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিতেই এ উদ্যোগ। শনিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা।মন্তব্য