kalerkantho


তথ্য-প্রযুক্তিতে সফল উদ্যোক্তা হতে প্রয়োজন ‘ধৈর্য’

টেক প্রতিদিন ডেস্ক   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০শিক্ষার্থীরা অনেকেই আইসিটিনির্ভর ব্যবসা শুরু করতে আগ্রহী। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে ধৈর্যের বড় অভাব। আইসিটি উদ্যোক্তা হতে হলে তথ্য-প্রযুক্তি বিষয়ে ভালো ধারণা থাকার পাশাপাশি অবশ্যই ধৈর্য প্রয়োজন। নীতিমালা, ব্যাংকিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কোর অ্যাকাউন্টিং কনসেপ্ট, বেসিক নলেজ, বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট ইত্যাদি বিষয় জানতে হবে। এসব বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলেই উদ্যোক্তারা সফলতার মুখ দেখবে। শুক্রবার বেসিস সফটএক্সপোতে সিনিউজ আয়োজিত ‘তথ্য-প্রযুক্তি উদ্যোগের জন্য পরবর্তী প্রজন্মকে প্রস্তুতকরণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান সিনিউজের সম্পাদক ও দ্য ডাটাবিজ সফটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কামাল। সেমিনারে বিডিজবস ও আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, ‘উদ্যোক্তা হতে গেলে সীমাহীন ধৈর্য থাকতে হবে। আমাদের তরুণদের মধ্যে কম সময়ে বড়লোক হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। কিন্তু তা কখনোই সম্ভব নয়।’ উপস্থিত ছিলেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, সিনিউজের নির্বাহী সম্পাদক কাজী মোস্তাক, ব্যবস্থাপনা সম্পাদক কাওসার উদ্দিন প্রমুখ।

 মন্তব্য